বন্ধ করুন

অবস্থান

বাঁকুড়া জেলা

 

বাঁকুড়া জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ-পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাদুটিকে পৃথক করেছে। এই জেলাকে “পূর্বের বঙ্গীয় সমভূমি ও পশ্চিমের ছোটোনাগপুর মালভূমির মধ্যকার সংযোগসূত্র” বলে বর্ণনা করা হয়। জেলার পূর্ব ও উত্তর-পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায়।

জেলা বাঁকুড়াটি অক্ষাংশ ২২0৩৮’উঃ এবং দ্রাঘিমাংশ ৮৬0৩৬’পুঃ থেকে ৮৭0৪৭’পুঃ সীমানার অন্তর্গত। দামোদর নদ এই জেলার উত্তর সীমানা দিয়ে বয়ে গেছে। জেলাগুলি জুড়ে ভারতের জরিপ (এসওআই) টপোশিটগুলি হল, ৭৩ আই, ৭৩ জ, ৭৩ এম এবং ৭৩ এন।