বন্ধ করুন

বাঁকুড়া জেলা শারদীয়া আলোকচিত্র প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : 27/09/2022

ফটোগ্রাফি প্রতিযোগিতার শর্তাবলী:

১. প্রতিযোগিতার বিষয়  - “শারদোৎসব এবং দুর্গাপূজা ”।

২. ছবির ফরমেট  - জে. পি. ই. জি.  (অসম্পাদিত ছবি সাথে রাখতে হবে।)

৩. ছবির আকার - ১৮/১২ ইঞ্চি অথবা ১২/১৮ ইঞ্চি এবং ৩০০ ডি পি আই ।

৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ছবি পাঠাতে পারবেন ।

৫. মোবাইলে তোলা ছবিও গ্রহণযোগ্য হবে (ছবির পরিমাপ একই থাকতে হবে)।

৬. ছবি তোলার তারিখ অবশ্যই ২৫শে সেপ্টেম্বর ২০২২ থেকে ১০ই অক্টোবর ২০২২ এর মধ্যে হতে হবে ।

৭. ছবি পাঠানোর শেষ তারিখ - ১০ই অক্টোবর ২০২২।

৮. অংশগ্রহণকারীদের অবশ্যই বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে এবং ছবিগুলিও বাঁকুড়া জেলার মধ্যে তোলা হতে হবে।

৯. প্রতিযোগিতাটি সকল বয়স সীমার জন্য প্রযোজ্য ।

১০. অংশগ্রহণকারীদের নাম, ঠিকানা, ইমেল আই ডি, মোবাইল নম্বর, বয়স, লিঙ্গ উল্লেখ করতে হবে।

১১. ছবিগুলি নির্দিষ্ট ই-মেল আই ডি তে পাঠাতে হবে। Email Id- photocontest2022.dmbnk@gmail.com

১২. সেরা বারটি ছবি কে পুরস্কৃত করা হবে এবং বাঁকুড়া জেলার বারসিক ক্যালেন্ডার সেগুলি প্রকাশিত হবে।

১৩. মাননীয় জেলাশাসক মহাশয়ার মনোনীত বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত এবং কোন বিতর্ক বা প্রতিনিধিত্ব অনুমোদিত হবে না।